Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

মাঠ পর্যায়ে:

* পরিবার কল্যাণ সহকারী  খাবার বড়ি, কনডম, গর্ভনিরোধ ইনজেকটেবলস।

* সিএবিএ পরিবার পরিবার কর‌্যাণসহকারীঃ গর্ভকালীন সেবা, প্রসব সেবা এবং প্রসোবোত্তর সেবা।

* ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র:

 খাবার বড়ি, কনডম,গর্ভনিরোধক ইনজেকটেবলস (১ম ডোজ), কপারটি, গর্ভবর্তী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, সাধারণ রোগী (মহিলা) ও শিশু রোগী সেবা।

 শিশু ও সাধারণ রোগী সেবা, এবং পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধকরন। এছাড়াও অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করতে ইমারজেন্স কন্ট্রাসেপটিভ পিল (ইসিপি)।

* পরিবার পরিকল্পনা কার্যালয়ের সদর ক্লিনিক : স্থায়ী পদ্ধতি সেবা (পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ), দীর্ঘ মেয়াদী পদ্ধতি (ইমপ্লানন,কপারটি) খাবার বড়ি, কনডম, গর্ভঃ ইনজেকটেবলস, গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, শিশু সেবা, সাধারণ রোগী (মহিলা) সেবা প্রদান।

উল্লেখ্য যে, স্থায়ী পদ্ধতি, গ্রহীতার জন্য (পুরুষ/মহিলা) বন্ধাকরনের জন্য প্রতিজনে ২০০০/- টাকা, ১টি শাড়ী/ ১টি লুঙ্গী প্রদান করা হয়। কপারটি গ্রহীতার জন্য প্রতিজনে ১৫০/-ইমপ্লাননের গ্রহীতার জন্য ১৫০/- টাকা প্রদান করা হয়।

সেবার তালিকা